শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে এক ও অভিন্ন লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় নবগঠিত সংগঠনটি কাজ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাহাড়ে সব অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করে সেখানে শান্তি ফিরিয়ে আনাই সংগঠনটির লক্ষ্য বলে জানান সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আলকাছ আল মামুন ভূঁইয়া। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও, চাঁদাবাজি, হত্যার ঘটনায় পাহাড়ে বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। আজ থেকে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য অধিকার ফোরামসহ অন্য সংগঠনের কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পাহাড়ি-বাঙালির সব সম্প্রদায়কে নিয়ে এক ও অভিন্ন লক্ষ্যে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে নতুন সংগঠনের নাম ঘোষণা করছি। এ সংগঠনের অঙ্গসংগঠন হিসেবে থাকবে ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’ ও ‘পার্বত্য চট্টগ্রাম নারী পরিষদ’। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্মআহ্বায়ক আলমগীর কবির ও সদস্য সচিব মামুনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর