abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
খেলাফত মজলিসের ১০ বছরপূর্তিতে সমাবেশ খেলাফত মজলিসের ১০ বছরপূর্তিতে সমাবেশ

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১০ বছরপূর্তি উপলক্ষে গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। ইসমাঈল নূরপুরী বলেন, দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাব। খেলাফত যুব মজলিসে এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। মাওলানা মাহফুজুল হক বলেন, সরকার যথা সময়ে যুব মজলিসের সম্মেলন করতে না দিয়ে তার ফ্যাসিবাদী আচরণের দৃষ্টান্ত দেখিয়েছে। মামুনুল হক বলেন, গোটা দেশে আজ হাহাকার চলছে। নিত্যপণ্যের মূল্য মানুষের নাগালের বাইরে। এ অবস্থা চলতে পারে না।

সর্বশেষ খবর