বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিপিপিতে অন্তর্ভুক্তির আগে প্রকল্পগুলো সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

নৌ-মন্ত্রণালয়কে জনকল্যাণের দিকে লক্ষ্য রেখে প্রকল্প গ্রহণ ও প্রকল্পগুলো ডিপিপিতে অন্তর্ভুক্তির আগে সংসদীয় কমিটিতে উপস্থাপন করার জন্য সুপারিশ করেছে। এর আগে কমিটিকে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দেশব্যাপী ৩৮টি নদীর ৪৫০ কিলোমিটার খনন করার প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে কাজের অগ্রগতি ৩১.২৮%। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম। কমিটির সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিসির চলমান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়।  বৈঠকে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ কর্তৃক ভবিষ্যতে যে সব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে, সেগুলো যাতে জনকল্যাণমূলক ও বাস্তবসম্মত হয় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প গ্রহণ করতে হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলো ডিপিপিতে অন্তর্ভুক্তির আগে সংসদীয় কমিটিতে উপস্থাপন করার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর