বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দুই কোর্সের বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অনার্সের দুটি কোর্সের বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী এ জেড এম মোরশেদ আল মামুন ।

পরে আইনজীবী এ জেড এম মোরশেদ সাংবাদিকদের বলেন, একটি জাতীয় দৈনিকে ১ ডিসেম্বর ভর্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় হামদর্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে অন্যান্য কোর্সের সঙ্গে ব্যাচেলর অব ইউনানি মেডিসিন ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিনের ভর্তি বিজ্ঞপ্তি দেয় তারা। এটি বেসরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন রুলস-২০১২ এর পরিপন্থী। তাই আদালত ১ ডিসেম্বরের ওই দুই কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না এবং ওই দুই কোর্সে ভর্তি কার্যক্রম বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ডা. মো. আলমগীর হোসেনসহ ৩৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর