বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি দিশাহারা : জাপা

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজ দিশাহারা। শুধু বক্তব্য আর বিবৃতি দিয়ে জনগণকে খুশি রাখা যাবে না। বাণিজ্যমন্ত্রী স্বয়ং যদি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিতে মাসখানেক সময় লাগবে, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কীভাবে হবে? মন্ত্রীর এ বক্তব্যে ব্যবসায়ীরা আরও বেশি সুযোগ নেবেন। গতকাল জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার উপকমিটির এক সভায় সভাপতির বক্তব্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন একথা বলেন।

সভায় পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রচার ও প্রসারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রচার উপকমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-আহ্বায়ক  মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, ইসহাক ভুইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর