বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ

বাবুল চিশতীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক) নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে বাবুল চিশতীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এরই প্রেক্ষাপটে গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে পাঁচটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, পৃথক পাঁচ মামলায় আসামি হবেন বাবুল চিশতী, তার স্ত্রী রোজি চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, মেয়ে রিমি চিশতী ও ছেলের স্ত্রী ফারহানা আহমেদ। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মো. ফয়সাল বাদী হয়ে মামলা দায়ের করবেন। দুদক সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে চিশতী পরিবারের পাঁচ সদস্যের নামে মোট ১৩৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বাবুল চিশতীর নামে ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকার অবৈধ সম্পদ রয়েছে। তার স্ত্রী রোজী চিশতীর নামে ৩৭ কোটি ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদ, রাশেদুল হক চিশতীর নামে ৩২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ, ফারহানা আহমেদের নামে ১৫ কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ এবং রিমি চিশতীর নামে ২১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

এদিকে চার কোটি টাকা ঋণ জালিয়াতির অন্য একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে বাবুল চিশতীর বিরুদ্ধে আদালতে সম্প্রতি চার্জশিট দাখিল করেছে দুদক। ২০১৮ সালের ১০ এপ্রিল গ্রেফতার হয়ে কারাগারে আছেন চিশতী।

সর্বশেষ খবর