বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে টমেটো ভর্তি কাভার্ডভ্যানে ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে ডিয়াবাড়ি বটতলায় টমেটো ভর্তি কাভার্ডভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এ সময় আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- বিপ্লব (২৪) ও ইব্রাহিম (২৫)। গতকাল সকাল সাড়ে ৮টায় ডিয়াবাড়ি বটতলার তুর্কি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে।  র‌্যাব-১ সূত্র জানায়, বিপ্লব কাভার্ডভ্যান চালক, আর ইব্রাহিম হেলপার। বিপ্লব আগে ট্রাক/কাভার্ডভ্যানে হেলপারের কাজ করতেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক কারবারে জড়িয়ে পড়েন। মৌসুমি ফসল টমেটো ভর্তি কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে ফেনসিডিলের চালান ঢাকায় নিয়ে আসেন।

তিনি ইতিপূর্বে ৭টি মাদকের চালান ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। মাদকের চালানপ্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩৫ হাজার টাকা করে দিত বলে জানান। আর ইব্রাহিম পেতেন চালানপ্রতি ১০-১২ হাজার টাকা করে। গতকাল তাদের কাভার্ডভ্যান থেকে ৩৫ ক্যারেট টমেটো, নগদ ২ হাজার ৪২০ টাকা ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর