বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
রোহিঙ্গাদের এনআইডি

থানা নির্বাচন অফিস সহায়কসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল চট্টগ্রামের ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে দুটি মামলা দায়ের করা হয় বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। আসামিদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ৬৭ লাখ ৮৩ হাজার টাকা উপার্জন ও পাচারের অভিযোগ রয়েছে। অন্য আসামিরা হলেন, জয়নালের স্ত্রী আনিছুন নাহার বেগম, মো. জাফর, সত্য সুন্দর দে, সীমা দাশ, বিজয় দাশ, ঋষিকেশ দাশ ও নিরুপম কান্তি নাথ।

জানা গেছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র গ্রহণকারী  রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে অবৈধ উপায়ে বিভিন্ন ব্যাংক ও অন্য উৎস থেকে মোট ৬৭ লাখ ৮৩ হাজার টাকা হস্তান্তর, স্থানান্তর করেছেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দ বিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে ঋষিকেশ ও নিরুপমকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর