শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যাদানের প্রতিবাদ ‘সংগ্রাম’ অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডে দন্ডিত কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঞ্চের নেতা-কর্মীরা গতকাল বিকালে রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় ‘সংগ্রাম’ পত্রিকার অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা পত্রিকার অফিস গেটে তালা ঝুলিয়ে দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতা-কর্মী সংগ্রাম অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সংগ্রামের বিভিন্ন বিভাগের লোকজন বাইরে থেকে অফিসে ঢুকতে চাইলে গেলে বাধা দেওয়া হয়। তারা জোর করে প্রবেশের চেষ্টা চালায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের পক্ষ থেকে সংগ্রাম অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘বিজয়ের মাসে একজন রাজাকার, দেশদ্রোহী কাদের  মোল্লাকে সংগ্রাম পত্রিকা শহীদ অভিহিত করে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এই কাজের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

সর্বশেষ খবর