শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল সকালে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইট-পাটকেল ছুঁড়েছেন বলে অভিযোগ ওঠে। মগবাজার মোড়  থেকে শুরু হয়ে মিছিলটি  রেলগেটে গিয়ে  শেষ হয়। বিএনপি  নেতাকর্মীদের অভিযোগ, এ সময় গলির  ভেতর  থেকে ক্ষমতাসীন দলের  নেতাকর্মীরা বিএনপির মিছিলে ধাওয়া  দেন। কয়েকটি গাড়িতেও ইটপাটকেল  ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। এরপর বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, ‘গায়েবি’ মামলা সাজিয়ে সরকার ফের ‘আগুনের খেলা’  শুরু করেছে। তিনি বলেন, ‘গত এক সাপ্তাহে বিএনপির সিনিয়র  নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে সরকারের প্রশাসন। মৃত ব্যক্তি, কারাবন্দী নেতাদেরও গায়েবি মামলায় আসামি করা হচ্ছে। সরকার বর্তমানে নতুন কোনো ইস্যু পাচ্ছে না।

তাই তারা আগের মতোই গায়েবি মামলা দিয়ে আবার আগুনের খেলা শুরু করেছে। বুধবার মধ্যরাতের ভোট ডাকাত সরকার তাদের পুলিশকে দিয়ে বিএনপির ১৩৫জনকে আসামি করে  মোটরসাইকেল  পোড়ানোর এক উদ্ভট মামলা করেছে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য এটি সরকারের বিশেষ বাহিনীর পরিকল্পিত অগ্নিসংযোগ।’ এ মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান রিজভী।

সর্বশেষ খবর