শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র রবিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের নাহিদুল ইসলাম ফাগুন। রবিন হাজী মুহম্মদ মুহসীন হল আর নাহিদ বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই ছাত্রকে আটক করে পুলিশ।

 সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজিমপুর থেকে ঢাবিতে বেড়াতে আসা শামস ও শুভ নামের দুজনকে মারধর করে রবিন ও নাহিদসহ কয়েকজন। পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নয়ে তা থেকে টাকা উত্তোলন করে তারা। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর