রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জে চার কোটি টাকার অবৈধ বন্ডেড সুতা আটক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে ঝটিকা অভিযান চালিয়ে চার কোটি টাকা মূল্যের প্রায় ৩০ টন অবৈধ বন্ডেড সুতা আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

সংস্থাটি জানিয়েছে, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে এ সুতা রপ্তানিতে ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করা হয়েছে। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর বলেন, দেশের যে প্রান্তেই অবৈধ বন্ডেড পণ্য পাওয়া যাবে, তাৎক্ষণিক তা আটক এবং মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্ড সুবিধার অপব্যবহার প্রতিরোধ এবং দেশীয় শিল্পের সুরক্ষার লক্ষ্যে গঠিত বিশেষ টাস্কফোর্স গতকাল নারায়ণগঞ্জ শহরের বংশাল রোড-সুতারপাড়া এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপকমিশনার রেজভী আহম্মেদ, সহকারী কমিশনার আল আমিন এবং আকতার হোসেন। এক পর্যায়ে গুদাম মালিকরা অভিযান প্রতিহত করার চেষ্টা করেন। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় সুতারপাড়া এলাকার একটি ভবনের গোপন গুদাম থেকে কোরিয়ান এবং ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট প্রায় ৩০ টন স্প্যান্ডেক্স ও পলিয়েস্টার-কটন সুতা আটক করা হয়।

সর্বশেষ খবর