রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে গোটা ক্যাম্পাসে সাজ সাজ রব। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এর আগে দুপুর ২টায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় তিনি সমাবর্তনে যোগ দেবেন। সমাবর্তন উপলক্ষে পাঁচ হাজার অতিথি ধারণ ক্ষমতার আধুনিকমানের বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছে। ক্যাম্পাসের রাস্তায় করা হয়েছে আল্পনা ও সাজসজ্জা।

 গোটা ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বক্তৃতা করবেন শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সমাবর্তনে ৪ হাজার ৪৭৮ জনকে স্নাতক, দুই হাজার ৫৩০ জনকে স্নাতকোত্তর, পাঁচজনকে এমফিল ও ৮ জনকে পিএইচডি এবং ১৭ জনকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ২৩ জন শিক্ষার্থী পাবেন চ্যান্সেলর গোল্ড মেডেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর