রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) জোয়ানদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)। তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, একদল রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে নাফ নদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে ঢুকলে বিজিবি তাদের গতিরোধের চেষ্টা করে। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা  ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর