সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

যত দ্রুত সম্ভব বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দ-প্রাপ্ত দুই আসামিকে দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই  দুই আসামিকে ফিরিয়ে আনা হবে। এ সময় রাজাকারের তালিকা তৈরিতে প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড নির্বাচন প্রস্তুতি কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আবদুল হাই। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, সাবেক সচিব মুক্তিযোদ্ধা কে এম মোজাম্মেল হক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান-এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনো দিন বিচার হবে এটা কেউ কল্পনা করেনি। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। যারা স্বঘোষিত খুনি তাদের বিচারের সম্মুখীন করেছেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ১৯৮১ সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন তা অগোছালো অবস্থায় ছিল। তিনি দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। বর্তমানে তিনি সফল রাষ্ট্রনায়ক। এ সময় শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

শেখ হাসিনা  দেশে ফেরার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা প্রতিষ্ঠিত হয়েছে।

 শেখ হাসিনা দেশে না এলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারতাম না। এখন আমরা বলতে পারি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি।

সর্বশেষ খবর