সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দাম কমল টিসিবির পিয়াজের প্রতি কেজি ৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

পিয়াজের দাম কেজিতে ১০ টাকা কমিয়েছে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে প্রতিষ্ঠানটি ৩৫ টাকা দরে প্রতি কেজি পিয়াজ বিক্রি করবে। গতকাল সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে পণ্যটি বিক্রি করবে সংস্থাটি। রাজধানীর ৫০টি স্থানে এবং সারা দেশের বিভাগীয় ও জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিলারের মাধ্যমে এই দামে পণ্যটি বিক্রি করা হবে। গত ২৯ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির পর দেশে পণ্যটির দাম বাড়তে থাকে। একপর্যায়ে কেজিপ্রতি দাম ৩০০ টাকায় ওঠে।

এ সময় ৪৫ টাকা দরে প্রতি কেজি পিয়াজ বিক্রি করে বাজার সামাল দেওয়ার চেষ্টা করে সংস্থাটি।

নতুন পিয়াজ বাজারে আসায় সম্প্রতি পণ্যটির দাম নিম্নমুখী। এলাকাভেদে নতুন পিয়াজ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চায়নিজ পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এ অবস্থায় টিসিবির পিয়াজের ক্রেতা কমে যাওয়ায় দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থাটি।

সর্বশেষ খবর