সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে রাহাত খানের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান বলেছেন, সাংবাদিকরা আজ আমাকে যে ভালোবাসার মাধ্যমে সম্মানিত করেছেন তাতে আমি আরও বেশিদিন সুস্থভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা পেলাম। মনে হলো- আমি আবার নবজীবন লাভ করেছি। আপনাদের ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। মানুষকে ভালোবাসাই হলো আসল সম্পদ। গতকাল রাহাত খানের ৮০তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে এসব কথা বলেন তিনি। গত ১৮ ডিসেম্বর ছিল রাহাত খানের জন্মদিন। ১৯৪০ সালের ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের লাউঞ্জে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যদের সঙ্গে নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন রাহাত খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটা হয়। এ উপলক্ষে সংগীত পরিবেশন করা হয়।

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট কবি ও সাংবাদিক হেলাল হাফিজসহ জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর