বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আহলে সুন্নাতের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, খুন, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ,  ইভটিজিং, চাঁদাবাজি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাসসহ নানা সামাজিক অপরাধ বাড়ছে। দেশে প্রচলিত আইনে তা রোধ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ ধর্মীয় ও নৈতিক শিক্ষা। গতকাল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের জাতীয় কাউন্সিলে ওলামা-মাশায়েখরা এসব কথা বলেন। কাউন্সিলে মুফতি ওবাইদুল হক নঈমী সংগঠনের চেয়ারম্যান ও আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন,  শায়খুল হাদিস  কাজী মঈনুদ্দিন আশরাফী, ওআইসি প্রতিনিধি ড. শাহ আবদুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ মহারুনুর রশিদ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর