শিরোনাম
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান

সাংস্কৃতিক প্রতিবেদক

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের গান’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় দুই দিনের এ আয়োজন। একক গান, দলীয় গান ও নৃত্য দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। উদ্বোধনী দিনে দলীয় সংগীত পরিবেশন করে নিবেদন, গীত শতদল, মরমি লোকগীতি শিল্পী গোষ্ঠী, মহীরুহ, সপ্তরেখা শিল্পী গোষ্ঠী, সুরতীর্থ, নির্ঝরিণী একাডেমি, জাহানারা নিশি ফাউন্ডেশন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, সংগীত ভবন, বাঁশুরিয়া ইত্যাদি। একক সংগীত পরিবেশন করেন রফিকুল আলম, আঞ্জুমান ফেরদৌসী, আবদুল ওয়াদুদ, লীনা দাস, সুমনা দাস, পান্না দত্ত, তাসলিমা বেগম নীতা, ঐশ্বর্য বসাক প্রমুখ। এর আগে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বক্তৃতা করেন সাংবাদিক আবেদ খান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকউল্লাহ্ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পী তপন মাহমুদ।

সর্বশেষ খবর