শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজার উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার উন্নয়নে পাঁচ সদস্যের তদারকি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসসি) একজন নির্বাহী পরিচালক, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিবকে সদস্য করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কর্মকর্তাদের নাম দিলে চূড়ান্ত করা হবে এ কমিটি। কমিটি পুঁজিবাজারের সার্বিক বিষয় তদারকি করবে। পুঁজিবাজার উন্নয়নে যা যা দরকার তার সব কমিটি করবে। তিন মাস পর সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের আলোকে সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। জানা গেছে, গত ৯ ডিসেম্বর অর্থমন্ত্রী শেয়ারবাজার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করার কথা।

সর্বশেষ খবর