শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিজিএমইএ’র ব্যাখ্যা

‘যৌন হয়রানি ও হিংস্র আচরণের শিকার ৮০ শতাংশ’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখা দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ সচিব কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাক (অব.) স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনে একশনএইড-এর তথ্য দিয়ে বলা হয়েছে যে ‘দেশের পোশাক খাতে কর্মরত নারীদের মধ্যে ৮০ শতাংশই কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংস আচরণের শিকার হচ্ছেন’। এতে এ শিল্পের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে, যা অনভিপ্রেত। বলা হয়েছে, দেশের পোশাক খাতে ৮০ শতাংশ নারী হয়রানির শিকার হওয়া কোনোভাবেই সম্ভব নয়, যেখানে শিল্পে এখন অনেক বেশি স্বচ্ছতা বিরাজ করছে। উদ্যোক্তারা কম্পøায়েন্স মেনেই ব্যবসা পরিচালনা করছেন। প্রত্যেক কারখানায় হটলাইন চালু রয়েছে। অধিকাংশ কারখানায় যৌন হয়রানি কমিটি কার্যকর রয়েছে। বিজিএমইএ থেকে নিয়মিতভাবে শ্রম সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে’।

সর্বশেষ খবর