শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিদ্যালয়ে কোচিং বন্ধে সিদ্ধান্ত নেবে সরকার

--------------- শিক্ষা উপমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয়ভিত্তিক কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে সরকার। গতকাল নেত্রকোনায় দি হলি চাইল্ড কিন্ডারগার্টেনের ২৫ বছরপূর্তি অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। তিনি বলেন, কোচিং করার জন্য কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না। কোচিং না করলে তাদের মারব, পড়াব না এ মানসিকতা পরিহার করতে হবে। অর্থাৎ বাণিজ্যিকভাবে বিদ্যালয়ভিত্তিক কোনো ধরনের কোচিং যাতে পরিচালিত না হয় সে ব্যবস্থা নেবে সরকার। এর জন্য একটি নীতিমালা হয়েছিল। কিন্তু কোচিং সিন্ডিকেট মামলা করে সাত বছর স্থগিত করে রেখেছিল। এখন সে সমস্যা থেকে আমরা মুক্ত হয়েছি। গতকাল বেলা ১২টায় পৌরশহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে কিন্ডারগার্টেনের ২৫ বছরপূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমন্ত্রী নওফেল। উদ্বোধন শেষে পৌরশহরে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়। র?্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়। পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমসহ অন্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

সর্বশেষ খবর