শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইজতেমা শুরু ১০ জানুয়ারি

স্বেচ্ছা শ্রমে চলছে ময়দানের কাজ

টঙ্গী প্রতিনিধি

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১০ জানুয়ারি ফজরের নামাজের পর আম-বয়ানের মাধ্যমে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। ইজতেমা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা  স্বেচ্ছা শ্রমে চালিয়ে যাচ্ছে ময়দানের সব কাজ। মুসল্লিরা ইজতেমা ময়দানে মাটিকাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, খুঁটি গাথা, শামিয়ানা তৈরি, চট বাঁধাই, বয়ান মঞ্চ, বিদেশিদের কামরা নির্মাণ, ছাতা মাইক স্থাপন, বিদ্যুৎ লাইন সংযোগসহ বিভিন্ন কাজ করছে। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থি মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করবে।

 দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। আগত সব জেলার মুসল্লিরা ৮৪খিত্তায় অবস্থান করবেন। মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ময়দানের মুরব্বি মাওলানা জোবায়ের অনুসারী ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ইনশাল্লাহ ১০ তারিখের আগেই ইজতেমার প্রস্তুতি শেষ হবে।

সর্বশেষ খবর