রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশকারী যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। ওই যুবকের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই ফারুক খান জানান, আদালতের অনুমতি নিয়ে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কালকেও (আজ রবিবার) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ যুবক নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে চাকরি করেন। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলছেন। কখনো বলছেন, তিনি দেখার জন্য দেয়ালে উঠেছিলেন, আবার কখনো বলছেন, চাকরির জন্য গিয়েছিলেন। তবে তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। যে কোনো প্রশ্ন করা হলে মানসিক রোগীর মতো তিনি হাসেন। পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভিতরে প্রবেশ করার সময় নিচে পড়ে যান শেখ রাসেল। পড়ে থাকাবস্থায় রাসেলকে এসপিবিএনের সহায়তায় এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে তেজগাঁও থানার এএসআই মিজানুর রহমান এসপিবিএনের অফিসে যান। তখন আহত হওয়ায় আসামি রাসেলকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এ ঘটনায় তেজগাঁও থানার এএসআই মিজানুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। শুক্রবার রাসেলকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়।

সর্বশেষ খবর