মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা

আহত মা-ছেলেকে নেওয়া হলো ঢাকার হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান খান। ২৮ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় মৃত্যু হয় তাঁর দুই মেয়ের। মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্ত্রী কণিকা জামান খান এবং একমাত্র ছেলে মন্টু খান। তাঁদের গতকাল চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্ত্রী এখনো জানেন না স্বামী আর এ পৃথিবীতে নেই। ছেলে মন্টু খানও জানে না তার বাবা ও দুই বোন এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। ভাষাহীন মর্মন্তুদ এ ঘটনায় হতবিহ্বল পরিবারের স্বজনরা। বর্তমানে চিকিৎসাধীন মা ও ছেলের মধ্যে মায়ের জ্ঞান মাঝে মাঝে ফিরলেও ছেলে এখনো প্রায় সংজ্ঞাহীন।

প্রসঙ্গত, নিহত সাইফুজ্জামান খান মিন্টুর বড় ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. মোস্তফা কামাল খান বলেন, ‘আহত হওয়া কণিকার জ্ঞান ফিরেছে। মাঝে মাঝে এদিক-ওদিক তাকাচ্ছে। ছেলের কথাও জিজ্ঞেস করেছে। কিন্তু ছেলে এখনো চোখ খোলেনি। মাঝে মাঝে শুধু হাতের দু’একটা আঙ্গুল নাড়াচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ’

সাইফুজ্জামান খান মিন্টুর বন্ধু চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, ‘ভাবির (কণিকা) জ্ঞান ফিরলেও ডাক্তারের পরামর্শে তাকে কিছুই জানানো হয়নি।

 তবে মনে হয় তিনি বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ তিনি ছেলে ছাড়া আর কারও কথা জিজ্ঞেস করছেন না। বিষয়টি এত কষ্টের, তারা কীভাবে সহ্য করবেন সেটাও বুঝতে পারছি না।’

সর্বশেষ খবর