মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

থার্টিফার্স্ট নাইট নিয়ে পুলিশের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বেশকিছু বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের নিষেধাজ্ঞা : ঢাকা মহানগরে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত, সমাবেশ ও উৎসব করা যাবে না। এ ছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে। করা যাবে না নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও কোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

একইভাবে গুলশান, বনানী, বারিধারা ও ঢাবির আবাসিক এলাকায় যারা বসবাস করেন না তাদেরকে ওই এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। রাত ১০টার পর হাতিরঝিলে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। আজ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

সর্বশেষ খবর