মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএডিসির সেচ তথ্য চেয়েছে কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর গভীর নলকূপ দ্বারা পরিচালিত সেচ কার্যক্রমের সার্বিক তথ্য চেয়েছে সংসদীয় কমিটি। বিএডিসিকে আগামী সভায় এ বিষয়ে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া ধানের কুঁড়া থেকে উৎপাদিত তেল রান্নায় ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণে এর প্রচারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর