মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনলাইন অ্যাপে অবৈধ ব্যাংকিংয়ের হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অনলাইন অ্যাপের মাধ্যমে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অভিযোগে গতকাল একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি হলেন সেফ সোর্স বিডির কর্ণধার সৈয়দ তুষার হোসেন। সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেফ সোর্স বিডি নামে পেজ ব্যবহার করে এবং একই নামে অ্যাপ ব্যবহার করে একটি চক্র বিনিয়োগের উৎসাহ দিয়ে বিজ্ঞাপন দিত। এতে প্রতিদিন অস্বাভাবিক মুনাফা দেওয়ার লোভ দেখানো হয়। বলা হয়, এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৩০০-৩৯০ টাকা হারে বছরে ১ লাখ ৪২ হাজার ৩৫০ টাকা পর্যন্ত, অর্থাৎ ১৪২ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।  সাধারণ ব্যাংকিং সুদের হার বছরে ১০ শতাংশ, যা কিনা তা থেকে অনেক কম। অথচ এভাবে বিনিয়োগের নামে অর্থ সংগ্রহের কোনো অনুমোদন নেই।

সিআইডি নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মনিটরিং সেল ফেসবুক পেজ ও অ্যাপের অ্যাডমিনদের চিহ্নিত করে। পরে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কামরুল আহসানের নেতৃত্বে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম অভিযান চালিয়ে সৈয়দ তুষার হোসেনকে (৩২) গ্রেফতার করে। তাকে গতকাল দুপুরে রাজধানীর শ্যাওড়াপাড়া থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি খুলনার ফুলতলার পাইগ্রাম কসবা গ্রামে।

সর্বশেষ খবর