বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
আসকের পর্যবেক্ষণ

শিশু নির্যাতন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০১৯ সালের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক)। তারা জানায়, ২০১৯ সালে মত প্রকাশ ও সভা-সমাবেশে বাধা দেওয়াসহ সাংবাদিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ অনেক সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনা ঘটেছে। গণপিটুনিতে নিহত হয়েছে ৬৫ জন। বিচারবহির্ভূত হত্যাকা  ও গুমের মতো ঘটনা অব্যাহত ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলসহ মোট ২০৯টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটে। দেশে গত বছরের তুলনায় শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে ৩৭ জন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে ৩৮৮ ব্যক্তি। বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা ও প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে আসামি করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া এ পর্যন্ত সংঘটিত সব গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানায় আসক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি-২০১৯ : আসক’র পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আইন ও সালিস কেন্দ্রের (আসক) মহাসচিব তাহমিনা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আসকের সিনিয়র উপ-পরিচালক নিনা গোস্বামী ও আবু আহমেদ ফজলুল কবির। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নির্বাহী পরিচালক শীপা হাফিজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর