শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রংপুর মেডিকেলে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

শিক্ষক ডা. চন্দন কারাগারে

রংপুর প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি ডা. সরোয়াত হোসেন চন্দনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর আগে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরোয়াত হোসেন চন্দন রংপুর জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী দুদক প্রধান কার্যালয় ঢাকার উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসা সামগ্রী ও বিভিন্ন মালামাল প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এ মামলার প্রধান আসামি রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুর ইসলাম বর্তমানে কারাগারে আছেন।

সর্বশেষ খবর