শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে ব্রিটেনের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, সুন্দরবনের সুরক্ষা, মহানগরীর জলাবদ্ধতা মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) কানবার হুসাইন বর। গতকাল বিকালে খুলনা নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি।

সিটি মেয়র খুলনাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, সুন্দরবনের সুরক্ষা, খুলনা মহানগরীর জলাবদ্ধতা মোকাবিলায় সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহবান জানানো হয়। এ সময় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যথাযথভাবে তুলে ধরা হবে বলে রাষ্ট্রদূত আশ্বাস প্রদান করেন।

সিটি মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সচিব মো. আজমুল হক, প্রধান প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর