শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বামীর পরকীয়া সন্দেহে দাম্পত্য কলহের পর বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম সুফিয়া বেগম (২৮)। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, ওই গৃহবধূর স্বামী ইব্রাহিম ব্যাপারী। তিনি কামরাঙ্গীরচর খলিফা ঘাটে পরিবার নিয়ে থাকেন। সেখানে কয়েক ধরনের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এক নারীকে ম্যানেজার হিসেবে রাখেন। তিনি প্রায়ই ওই মেয়েটিকে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দিতেন। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন সুফিয়া। এ নিয়ে বাসায় তাদের ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও ঝগড়া হয়। এক পর্যায়ে সুফিয়াকে মারধর করেন ইব্রাহিম। পরে তিনি ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ সেবন করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ পেলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর