শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আন্দোলনে পুলিশি হয়রানির প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিরোধী বাম জোটের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি জুলুম-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল বিকালে রাজধানীর  তোপখানা  রোড, পল্টন, বিজয়নগর প্রদক্ষিণ করে পার্টির  কেন্দ্রীয় কার্যালয়ে এসে  শেষ হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি জুলুম-নির্যাতন-হস্তক্ষেপ অসাংবিধানিক ও  বেআইনি  ঘোষণা করুন।  তা বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করুন। তিনি বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করা হলে রাষ্ট্র ও সমাজে চরম অগণতান্ত্রিক, চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির উত্থানের ক্ষেত্র তৈরি হয়।  ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক পথ বন্ধ করা হলে তাতে চক্রান্ত-ষড়যন্ত্রের সুযোগ বৃদ্ধি পায়। সরকার যত গণবিরোধী ও গণবিচ্ছিন্ন হয়ে উঠছে ততই তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। দমন করে শাসন করাকে সরকার নীতি হিসেবে গ্রহণ করেছে। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির  কেন্দ্রীয়  নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ  হোসেন, রাশিদা  বেগম,  মোফাজ্জল  হোসেন  মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, শ্রমিকনেতা সাইফুল ইসলাম, অরবিন্দু  বেপারী বিন্দু, পার্টি সংগঠক  ইমরান হোসেন, হুমায়ুন মুজিব প্রমুখ।

সর্বশেষ খবর