শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক যুগ পূর্তি ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজন আর দিনভর আড্ডা-হাসি-আনন্দে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১২তম পুনর্মিলনী। বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনটির এক যুগ পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ডুপডার সভাপতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাহাজান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, ডুপডার প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম। অনুষ্ঠানে বিভাগের ছয়জন গুণী প্রাক্তনীকে তাদের স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, অধ্যাপক ড. আবদুর রব মিঞা, ড. মোহাম্মদ আবদুর রশিদ, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, অধ্যাপক রুকুন উদ্দিন আহমেদ ও সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর