রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিটি নির্বাচনে ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র চলছে : মাসউদ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি উত্তরে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র চলছে। গতকাল ঢাকায় সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, সেক্রেটারি আরিফুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মাঈনুদ্দীন জাহাঙ্গীর, ডা. মুজিবুর রহমান  ইঞ্জি. গিয়াস উদ্দীন, মুফতি নিজামুদ্দীন, হাজী আলাউদ্দীন প্রমুখ।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, সারা বিশ্বে ইভিএমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে যে ইভিএম ব্যবহার করা হয়, তাতে নানা কারিগরি ত্রুটি রয়েছে। বায়োমেট্রিকস পদ্ধতিতে ভোটারের আঙ্গুলের ছাপ না মিললে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিজের আঙ্গুলের ছাপে ২৫ শতাংশ ভোটারের ভোট দিতে পারেন। এতে ব্যাপক কারচুপির আশঙ্কা রয়েছে।

সর্বশেষ খবর