সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
হাই কোর্টের রুল

কৃষ্ণা ও তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায় ও তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্টে বেঞ্চ এ রুল দেয়। কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম চৌধুরী ক্ষতিপূরণ চেয়ে গত বছরের ১৭ নভেম্বর ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইমরান হোসাইন।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। রুলের বিষয়টি জানিয়ে আইনজীবী ইমরান হোসাইন বলেন, কৃষ্ণা রায় ও তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুসচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএর চেয়ারম্যান, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর