মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বেবিচকের নির্বাহী প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধে কক্সবাজার বিমানবন্দরের জন্য জেনারেটর  কেনার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গতকাল কমিশন সভায় ওই ছয় জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। শিগগিরই দুদকের উপপরিচালক মাহবুবুল আলম আদালতে চার্জশিট দাখিল করবেন। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন- বেবিচকের নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আফরোজ, সাবেক সহকারী পরিচালক ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকের দফতরের সাবেক সিনিয়র উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক মো. হাসান জহির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্র্সের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বছরের ৬ জানুয়ারি এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা   করা হয়।

সর্বশেষ খবর