শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মিন্নির জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

রিফাত হত্যা নিয়ে মা ও দুই বোনের সাক্ষ্য

বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় নিহত রিফাতের মা ডেইজি বেগম, বোন ইসরাত জাহান মৌ এবং চাচাতো বোন নুসরাত জাহান অনন্যার সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে জামিনে থাকা মিন্নির জামিন আবেদন কেন বাতিল করা হবে না- তার কারণ জানতে চেয়ে নোটিস দিয়েছে আদালত। গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। বরগুনা জেলা কারাগারে থাকা মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করা হয়।

 এ ছাড়াও স্বজনদের সঙ্গে আদালতে হাজির হয়েছিলেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক আছেন। পরে মিন্নির পক্ষের আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানান, আদালতের বিচারক মিন্নির জামিন কেন বাতিল হবে না এই মর্মে কারণ দর্শানো নোটিস দিয়েছেন। তিনি আগামী ১৪ জানুয়ারির মধ্যে এ জবাব দিতে বলেছেন। এ মামলায় ৭৫ জন সাক্ষীর মধ্যে বুধ ও বৃহস্পতিবার দুই দিনে মোট চারজনের সাক্ষী নেওয়া হয়। তাদের জেরাও সমাপ্ত করেছেন আসামি পক্ষের সাতজন আইনজীবী। আগামী সোমবার সকালে আবার তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে আদালত।

সর্বশেষ খবর