শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাতক্ষীরায় ছাত্রী, গলাচিপায় যাত্রীর লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

সাতক্ষীরায় নিখোঁজ ছাত্রী ও গলাচিপায় যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ-সংক্রান্ত সাতক্ষীরা ও গলাচিপা প্রতিনিধির পাঠানো রিপোর্টÑ সাতক্ষীরা : নিখোঁজ হওয়ার তিন দিন পর সাতক্ষীরার শ্যামনগরে বিলের মধ্যে থেকে মরিয়ম খাতুন (২১) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ভুরুলিয়া ইউনিয়নের বিলের মধ্য থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মরিয়ম খাতুন ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের আবদুল কাদেরের মেয়ে। আবদুল কাদের জানান, মরিয়ম তিন দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় দুই স্পিডবোটের সংঘর্ষে আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পিডবোট-ডুবির ঘটনায় চার দিন পর আরও এক যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট দুটি লাশ উদ্ধার হলো। গতকাল সকালে চরকারফারমা-সংলগ্ন আগুনমুখা নদী থেকে জেলেদের জালে উদ্ধার হওয়া লাশটি পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩২)। হারুন পেশায় মোটরসাইকেল ড্রাইভার ছিলেন। সোমবার রাতে আহমেদ এন্টারপ্রাইজের একটি স্পিডবোট কয়েকজন যাত্রী নিয়ে রাঙাবালি উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি ঘাটে আসছিল।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্য একটি স্পিডবোট পেছন থেকে যাত্রীবাহী বোটে ধাক্কা দিলে যাত্রীবাহী বোটটি আগুনমুখা নদীতে উল্টে যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ লাশ যে হারুন হাওলাদারের তা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর