শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিল্লিতে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নয়াদিল্লি প্রতিনিধি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গতকাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনার সূচনা করেন হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নূরুল ইসলাম। দিবসের তাৎপর্য বর্ণনা করে বক্তৃতা করেন মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন ও মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর। সঞ্চালক ছিলেন ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি শাহেদ বিন আজিজ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান যথাক্রমে কাউন্সিলর (ইকোনমিক) মো. রাশেদুল আমিন ও ফার্স্ট সেক্রেটারি জাকির আহমেদ। আলোচনা শেষে হাইকমিশনকে ঢাকার পুরনো বিমানবন্দরে চলমান ‘মুজিববর্ষ’র ক্ষণগণনা শুরুর অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হলে মিশনের সদস্যরা মুজিববর্ষের লোগো উন্মোচন এবং সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ প্রত্যক্ষ করেন।

সর্বশেষ খবর