মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘বেয়াদব’ বলায় নাটোরে আইনজীবীদের আদালত বর্জন

নাটোর প্রতিনিধি

নাটোরে এজলাসে বসে এক বিচারক এক আইনজীবীকে ‘বেয়াদব’ বলায় প্রতিবাদে আদালত বর্জন করেছে আইনজীবী সমিতি। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের এজলাসকক্ষে এ ঘটনা ঘটে। আইনজীবীরা মনে করেন বিচারকের আচরণ অশোভন। সূত্র জানান, দুপুর ১২টার দিকে একটি অস্ত্র মামলার শুনানি চলছিল জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদারের আদালতে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে আইনজীবী সাইদুর রহমান সৈকতকে ‘বেয়াদব’ বলেন বিচারক। এ নিয়ে তৎক্ষণাৎ উত্তেজনা শুরু হয়। সৈকত বিষয়টি জেলা আইনজীবী সমিতিকে জানালে সমিতি আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার বাচ্চা বলেন, আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর