মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আইনজীবীদের জন্য সরকার সব করতে প্রস্তুতর : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার আইনজীবীদের কল্যাণে সব করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি আপনাদেরই একজন। আইন  পেশার সঙ্গে আমার এক পুুরুষের সম্পর্ক নয়, এর সঙ্গে আমার দু-তিন পুরুষের সম্পর্ক। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি অডিটরিয়ামে আইনজীবীদের লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধশালী লাইব্রেরি করতে যা যা দরকার তার সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের জন্য প্রধানমন্ত্রী ৩০ লাখ টাকা দিয়েছেন, এটিকে উপহার বলব। আর এটাই শেষ নয়। আগামী চার বছর ধরে প্রতিবছরই এ পরিমাণ (৩০ লাখ) টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর