মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

রেজাউল হোসেন রেজা নামের এক ব্যক্তি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রেজার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজাউল হোসেন রেজা নামে শিক্ষা উপমন্ত্রীর কোনো ব্যক্তিগত কর্মকর্তা নেই।

 কিন্তু  রেজাউল হোসেন রেজা দীর্ঘদিন ধরে শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার কার্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়ি ব্যবহার করে আসছে। তার ব্যবহৃত  মোবাইল নম্বর- ০১৬৩৬-৮৬২৯০০। প্রতারকের এমন কার্যকলাপে শিক্ষা উপমন্ত্রীর সুনাম ক্ষুণœ এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রেজার বিরুদ্ধে সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় গত বুধবার সাধারণ ডায়রি করা হয়েছে। যার নম্বর-৫৯৬। তার প্রতারণা থেকে সাবধান থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর