বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইন্টারন্যাশনাল লিজিংয়ের তিন পরিচালককে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লিমিটেডের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক নোটিসে তাদেরকে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের পাঠানো নোটিস সূত্রে এসব তথ্য জানা গেছে। তলব করা ব্যক্তিদের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজামুল আহসানকে ২৭ জানুয়ারি এবং? পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা ও পরিচালক মোহাম্মদ ইউসুফ ইসমাইলকে ২৮ জানুয়ারি হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

অভিযোগ রয়েছে পি কে হালদার ওই প্রতিষ্ঠানসহ পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) দায়িত্ব পালন করে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় পি কে হালদারের বিরুদ্ধে এরই মধ্যে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তবে মামলা করার আগেই লাপাত্তা পি কে হালদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর