বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সব স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ম্যুরাল সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ দেশের সব স্টেডিয়ামে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পবিত্রতা যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে জাতির পিতার ম্যুরালের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। ম্যুরালের প্রতি যেন অসম্মান বা অশ্রদ্ধা জানানো না হয় সে জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালত জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্লাবগুলোতে যাতে ভবিষ্যতে আরও সুন্দর পরিবেশ বজায় থাকে সে জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেয়।

 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এই আদেশের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে গত ২৭ জানুয়ারি ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’ পত্রিকায় প্রকাশিত ছবি দেখে স্বতঃপ্রণোদিত হয়ে ম্যুরালের পাশ থেকে পোস্টার সরাতে সোমবারই নির্দেশ দেয় হাই কোর্ট। এই নির্দেশের পর সেখানে থাকা পোস্টার অপসারণ করা হয়। এই তথ্য গতকাল আদালতকে জানানোর পর নতুন এ আদেশ দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর