বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে প্রশংসনীয় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সারাবিশ্বে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করেছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আনিসুল হক বলেন, আমাদের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভালো। এ বিষয়ে নতুন আরও কী করা যায়, মানবাধিকার আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছি। সংবিধানে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে, তারপরও নতুন কিছু যোগ করা যা কিনা, সেটি নিয়ে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে আনিসুল হক বলেন, বাংলাদেশ আশা করে, রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাতিসংঘ। আমরা রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলাম। আশা করি, আইসিজের সিদ্ধান্ত রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি টেকসই এবং সবার কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর