মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইচ্ছেমতো অ্যালাউন্স নিতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা সুনিশ্চিত করতে অভিন্ন হারে সিন্ডিকেট ও অর্থ কমিটির সভার সিটিং অ্যালাউন্স নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে ইচ্ছেমতো নানা অ্যালাউন্স নিতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সিদ্ধান্তটি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারকে জানানো হয়েছে। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, সিন্ডিকেট সভার ক্ষেত্রে ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা, অর্থ কমিটির সভার জন্য সাড়ে ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং একাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির জন্য ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বর্তমানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির সভায় সদস্যদের সিটিং অ্যালাউন্স বাবদ বিভিন্ন হারে ভাতা প্রদান করা হয়।

 সভার জন্য সদস্যরা বিভিন্ন হারে অনেক বেশি ভাতা আদায় করেন বলে অভিযোগ আছে। মূলত, এ জন্যই এসব ভাতা নির্ধারণ করে দিয়েছে ইউজিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর