মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অবৈধ সম্পদ

দুদকে দুই প্রকৌশলীসহ তিনজনকে তলব

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো পৃথক নোটিসে তাদের আগামী ১২ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। যাদের তলব করা হয়েছে তারা হলেনথ- গৃহায়ণ কর্তৃপক্ষের সাময়িক বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মুনিফ আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ। এ ছাড়া একই অভিযোগে ওই দিনই জিজ্ঞাসাবাদে হাজির হতে বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকেও নোটিস দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর