মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হাই কোর্টেও জামিন পায়নি জি কে শামীমের চার সহযোগী

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) চার সহযোগীকে জামিন দেয়নি হাই কোর্টও। তবে তাদের জামিন প্রশ্নে রুল জারি করে ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। জি কে শামীমের চার সহযোগী হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শামীম সরদার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। গত ২৪ ডিসেম্বর চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এরপর তারা হাই কোর্টে আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, জি কে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং জুয়া ব্যবসায় (ক্যাসিনো) জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এই চার আসামি তার দুষ্কর্মের সহযোগী। গত বছরের ২১ সেপ্টেম্বর জি কে শামীমের চার সহযোগীকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর