বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জানা আয়বহির্ভূত সম্পদ অর্জন

সওজের সাবেক নির্বাহী প্রকৌশলী ও তাঁর স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

জানা আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তাঁর স্ত্রী নাসিমা জামানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় দুজনই হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। আগাম জামিন দিয়ে হাই কোর্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল এ দুজন আইনজীবীর মাধ্যমে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত বছর ২৯ মে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ৩ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার জানা আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং দুদকের হিসাব বিবরণীতে সম্পদের তথ্য গোপন করেন।

সর্বশেষ খবর